হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে চট্টগ্রাম জেলা তথ্য অফিস কর্তৃক বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জামান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
সহকারী তথ্য কর্মকর্তা আয়শা সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছাত্র প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন যথাক্রমে সামিন রহমান, আবদুল্লাহ মো.খান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আবদুল্লা ও রিফাত আরা প্রমূখ।
তরুনদের মধ্যে ঐক্যের প্রকাশ ঘটানো, সহযোগিতার নীতি প্রচার ও তাদের উদ্যোক্তা কর্মী হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তারা বলেন, রাস্ট্র সংস্কার করার পূর্বে আত্ম, পরিবার ও সমাজ সংস্থার করতে হবে। কারন পরিবার ও সমাজ থেকে রাস্ট্রের সৃষ্টি। আর এই কাজ করতে পারে তরুনেরা। তরুণেরা আগামীতে রাস্ট্র পরিচালনা কবরে। তাই তরুণদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। তরুনেরা নিজেকে উপযুক্ত হিসাবে গড়ে তুলতে না পরলে তাদের পক্ষে রাস্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়বে। তাই তরুণদের এখন থেকে ভবিষ্যতের লক্ষ্য ঠিক করতে হবে। শুধু চাকরি নয়, তাদের স্বপ্ন দেখতে হবে উদ্যোক্তা হওয়ার। নিজে উদ্যোক্তা হলে বেকার সমস্যার যেমন সমাধান হবে তেমনি ভাবে দেশে শিল্প উদ্যোক্তা সৃষ্টি হলে পরিবার ও সাধারণ মানুষের অভাব দূরীভূত হবে।
প্রিন্ট করুন
Discussion about this post