জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়নের রাইটায় বসতবাড়ি ভেঙে বাংলাদেশ রেলওয়ে পুলিশ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮শে ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় রায়টা পাথরের স্থানীয় গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে একত্র ঘোষণা করে উপস্থিত ছিলেন, কুচিয়ামোড়া বিজিএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুন অর রশিদ বকুল, সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মিনারুল ইসলাম মিনু, বাহাদুরপুর ইউনিয়নের যুবদলের আহবায়ক মোহাম্মদ রুহুল আমিন, যুবদলের দলের সদস্য সচিব শাহান মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা দেলোয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সাগর মন্ডল, ভেড়ামারা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলতামাস আসলাম নিউটন সহ স্থানীয় গ্রামবাসী।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৯,২০২৫//
প্রিন্ট করুন
Discussion about this post