কুষ্টিয়া: কুষ্টিয়ায় সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ।
পরে দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মানসিক ও চারিত্রিক বিকাশ ঘটে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সোশ্যাল মিডিয়া ও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী শামসুন্নাহার আলো তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধূলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ব্যাপক ভুমিকা রাখে। তাই লেখাপড়ার সঙ্গে শিক্ষার্থীদের খোলাধূলায় আগ্রহী হতে হবে।
সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক এ্যাড. মোসাদ্দেক আলী মনির সভাপতিত্বে ও অধ্যক্ষ কাজী শামসুন্নাহার আলোর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াছমীন, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রুয়াইম রাব্বি, এনডিডি স্কুলের প্রধান শিক্ষক আফসানা বেগম, সহকারী শিক্ষক জাফর আহমেদ প্রমুখ।
প্রিন্ট করুন
Discussion about this post