আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
সেই লক্ষ্যে ইতিমধ্যে মাঠ দখলে রেখেছেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
প্রার্থী হিসেবে এই আসনে,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সফল আহবায়ক,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষে প্রচারাভিযান শুরু হয়ে গেছে।
নির্বাচনী এলাকার দুই উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩৫টি ওয়ার্ডে স্থানীয় বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,জাতীয়তাবাদী বাউল দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে স্ব স্ব এলাকায় ভোটারদের নিকট নুরুল ইসলাম নুরুলের পক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় তার সমর্থনে।
এ সময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনাজ্জির হোসেন,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম,জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মঈনুদ্দিন রিপন,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুশিয়ার আলম ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক রমজানুল করিমসহ তৃণমূলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন,বিগত সরকারের আমলে শত নির্যাতন উপেক্ষা করেও আন্দোলন সংগ্রামে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. নুরুল ইসলাম নুরুল দলের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে রাজপথে সোচ্চার ছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার আর্দশের পরীক্ষিত সৈনিক। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেকোন নির্দেশ পালন করেছেন রাজপথের অকোতভয় সৈনিক হিসেবে। আন্দোলন থেকে তিনি নিজে যেমন পিছপা হননি তেমনি অন্যান্য নেতাকর্মীদেরকেও এক মুহুর্তের জন্য সরে যেতে দেননি। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে অনেক হামলা মামলার ভয় উপেক্ষা করেই বিএনপির কেন্দ্রীয় নির্দেশ ও কর্মসূচী পালন করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে এড. নুরুল ইসলাম নুরুলের কোন বিকল্প নেই বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানিয়েছেন।
Discussion about this post