জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কুমারখালী উপজেলা পরিষদ অদূরে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম সংলগ্ন মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া’র উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম।
এর আগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কৃষি প্রযুক্তি মেলার প্রবেশদ্বার’র ফিতা কেটে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া’র উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। পরে অতিথিরদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন তিনি।
এ সময় কুমারখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের সহ-কারী ও উপ- সহকারী কর্মকর্তা কর্মচারী, কৃষক, সাংবাদিক ও সূধীবৃন্দউপস্থিতছিলেন।
মেলায় ৮টি স্টল বসেছে। এগুলো হচ্ছে, শস্য বিন্যাস পরিবর্তন স্টল, সর্জন পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, বস্তায় আদা ও সবজি চাষ, মিশ্র ও একত্র ফল বাগান, নিরাপদ ফসল চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি। তিনদিন ব্যাপী এ মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রিন্ট করুন
Discussion about this post