কুষ্টিয়া প্রতিনিধি: ফের কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করেছেন ইবি শিক্ষার্থী ও এলাকাবাসী।
শনিবার দুপুর ১২টার দিকে ইবি থানা এলাকার বিত্তিপাড়া,
হরিনারয়নপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আবদালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ইবির প্রধান ফটক ও ক্যাম্পাসের সামনে জড়ো হয়।
দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
এসময় ইবি থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন,‘আমরা শান্তিপূর্ন কর্মসূচি রাখতে চেয়েছিলাম। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনোভাবেই মহাসড়ক ছাড়তে রাজি হয়নি। তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছিলেন’।
তিনি আরও বলেন, ‘সর্বশেষ দুপুর ২টার দিকে সংশ্লিষ্ট জেলা
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেয়া আশ্বাসের ভিত্তিতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়’।
এসময় এলকাবাসীর আন্দোলনের সাথে একাত্ম ঘোষনা করে ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘প্রয়োজনে ঝাউদিয়ায় আরও একটি নতুন থানা করা হোক।
তবুও ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে কোনভাবেই স্থানান্তর করা যাবে না। দাবি নামানলে আগামীতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নামবে’।আন্দোলনকারীদের সড়ক অবরোধ বিষয়ে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কুমার নাথ
জানান, ‘নব নির্মিত ভবনে থানা উদ্বোধন দাবি এবং ইবি থানা স্তানান্তর না করে বহাল রাখা বিষয়ে এলাকাবাসীর লিখিত দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে একটি সম্ভাব্যতা যাচায় কমিটি করে দেয়া হয়েছে, কমিটির প্রতিবেদনে উঠে
আসা সুপারিশের ভিত্তিতে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে’। পুলিশের পক্ষ থেকে এই
সিদ্ধান্ত জানানোর পর তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়’।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post