মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ১১ জন জুয়াড়ু কে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা পরিষদ সংলগ্ন ভাড়াকৃত ঘর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।
এদের মধ্যে পেশাদার জুয়াড়ু ও বিভিন্ন পরিবহনের শ্রমিক রয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ১২টার দিকে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘাটান্দি গ্রামের মিনহাজের ছেলে রুবেল(৩৫), হবিবুরের ছেলে মনজুরুল(৪৩), কাগমারিপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক(৩৮), নুরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া(২৫), গোবিন্দাসীর কান্চুর ছেলে লতিফ(৪৫), কুকাদাইরের মৃত সোলাইমানের ছেলে আলআমিন(৪২), বরকতপুরের মকবুলের ছেলে শিপন(২৪), কুঠিবয়রা গ্রামের মৃত ইয়াকুবের ছেলে মামুন সরকার(৪৫), ডিগ্রীর চরের মৃত আজগরের ছেলে শহিদুল (৩৫), গোপালপুর উপজেলার জয়নগরের আবুল মেম্বারের ছেলে গোলাপ(৪৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ জন জুয়াড়ু কে গ্রেফতার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post