মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানের নামে চলছে নাটকীয়তা। অভিযানের খবর আগেভাগেই মালিকদের কাছে পৌঁছে যাওয়ায় তারা অধরা থাকছে, অথচ জরিমানা করা হচ্ছে শ্রমিকদের।
আজ সোমবার দুপুরে গাংনী উপজেলার হিজলবাড়িয়া ফোরস্টার ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।
অভিযানে পরিবেশের ছাড়পত্রসহ একাধিক প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ফোর স্টার ইটভাটার শ্রমিক একলাছুর রহমানকে ১০ হাজার টাকা এবং বলাকা ইটভাটার মালিক আহসান হাবীব মিলনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক গোপন সূত্রে জানা যায়, অভিযানের খবর আগেই জানিয়ে দেওয়া হয় ইটভাটার মালিক ও শ্রমিকদের। এক শ্রমিক জানান, “ইটভাটায় অভিযান হবে শুনেই মালিকরা আমাদের আসতে নিষেধ করেন।
ইটভাটা শ্রমিকরা জানান, আমাকে কিসের জন্য জরিমানা করা হয়েছে আমি জানিনা। ভাডায় তো আরো শ্রমিকরা আসে তবে আমাকেই কেন জরিমানা করা হয়েছে সে বিষয়ে আমার জানা নেই এমনটাই বলছিলেন এই ইটভাটা শ্রমিক।
ইটভাটা মালিকরা জানান,প্রতিবছর আমরা ৫ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে ট্যাক্স দিই, তারপরও আমাদের বিরুদ্ধে অভিযান চলে।পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেয় না, আর তাই মাঝেমধ্যেই অভিযান হয়।
সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি), গাংনী উপজেলা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে যে কার্যক্রম চলছে তারি নির্দেশনা বাস্তবায়নে মেহেরপুর গাংনিতেও অবৈধ ইটভাটা উচ্ছেদের অভিযান চলছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।
অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ, সাহারবাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাকির হোসেন, বামুন্দি ফায়ার সার্ভিস ও গাংনী থানা পুলিশের একটি দল।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post