এনামুল হক কুষ্টিয়া: চার দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ।
এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মশাল মিছিল করেছেন কুষ্টিয়ার ম্যাটস শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই মশাল মিছিল করেন। এতে কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শহরের হাসপাতাল মোড় এলাকায় তাদের ক্যাম্পাস থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর মোড়ে যায়।
সেখানে ১৫ মিনিট সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন মানুষ। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে এসে সড়কে আগুন জ্বালিয়ে প্রায় ২০ মিনিট বিক্ষোভ করেন। এরপর তারা তাদের ক্যাম্পাস চত্বরে চলে যায়।
এ সময় নেতৃত্ব দেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক ও কুষ্টিয়ার ম্যাটস ইন্টার্ণ সভাপতি মোন্তাশির মামুন কৌশিক, সাধারণ সম্পাদক শান্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
এ সময় ম্যাটস শিক্ষার্থীরা বলেন, ঢাকায় চার দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি পালন করছিলেন ম্যাটস শিক্ষার্থীরা। এসময় লাঠিচার্জ করেছে পুলিশ। শুধু তা-ই না, পুলিশ শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এতে অন্তত ২০-৩০ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিল। তারা তো অপরাধ করে নি। কিন্তু পুলিশ তাদেরকে আঘাত করে আহত করেছেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরও বলেন, আমাদের চার দফা দাবি মেনে নিতে হবে৷ তা না হলে আমরা কঠোর আন্দোলন করবো। কারণ দীর্ঘদিন ধরে আমরা এই চার দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আশ্বাস দেয়া হয়, কিন্তু দাবি মানা হয় না।
প্রসঙ্গত, রোববার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এসময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হন শিক্ষার্থীরা।
এর আগে বেলা ১১টার দিকে শাহবাগের সড়ক অবস্থান নেন ম্যাটস শিক্ষার্থীরা। সাড়ে ১১টার দিকে তারা অবস্থান নেন শাহবাগ মোড়েই অবস্থিত জাতীয় জাদুঘরের সামনের সড়কে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সড়কটি বন্ধ হয়ে যায়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post