জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারা গোডাউন মোড়ে আল-জামী ক্লিনিকের ৪র্থ তলায় জাপান বাংলাদেশ নিহংগো সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাপান বাংলাদেশ নিহংগো সেন্টারের চেয়ারম্যান প্রবাসী মোঃ কনক হোসেনের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন ঘোষনা করেন, জাপান থেকে আগত (ডি.জে.এল.আই) এর চেয়ারম্যান মোহাম্মদ রাজু চৌধুরী।
মিরপুরের উপ সহকারী কৃষি অফিসার মোঃ ময়নুল ইসলাম রাজিবের সাবলীল উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জাপান বাংলাদেশ নিহংগো সেন্টারের পরিচালক রাজিবুল করীম, ডি.জে.এল.আই এর তৌহিদ ইসলাম, ভেড়ামারা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহানুর, শিক্ষক মোঃ আলী, মার্কেটের মালিক মোঃ আলামিন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জাহিদ হাসান, জহুরুল ইসলাম, সাগর হোসেন পবন, সৌরভ প্রমূখ।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post