নিজস্ব প্রতিবেদক ॥ আজ ২৯শে ডিসেম্বর ২০২১ইং রোজ-বুধবার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক এডভোকেট মতিয়ার রহমান মিঞার নবম মৃত্যুবার্ষিকী। ২০১২ ইং সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সাদামাটা, সদালপী এই শিক্ষক আজীবন জ্ঞানের আলো জ্বালিয়ে গেছেন। কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এম.এ ও একই বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে এল.এল.বি ডিগ্রী অর্জনের পর নাড়ীর টানে কুষ্টিয়ায় ফিরে এসে ১৯৬৬ সালে এডভোকেট হিসাবে কুষ্টিয়া জজকোর্টে ওকালতি শুরু করেন। ৫ বছর ওকালতি করার পর এ পেশা ভাল না লাগায় ১৯৭১ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে দর্শন বিভাগে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছর সফলতার সাথে শিক্ষকতার জীবন পার করে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে তিনি জড়িত ছিলেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য ছিলেন। কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী সদস্য ও নজরুল একাডেমীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। একজন ভালো আবৃত্তিকার হিসাবে তিনি সবার নজর কাড়তেন। আজীবন সদা হাস্যোজ্জ্বল, সৎ, নিঃঅহংকারী এই শিক্ষকের ৯ম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনায় কুষ্টিয়াবাসীর নিকট তার পরিবারের পক্ষ থেকে দো’আ কামনা করেছেন বড় পুত্র প্রভাষক মোঃ আসাদুর রহমান মিঞা (জ্যোতি)।

Discussion about this post