গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় দেড় যুগ চাকরি করা চিকিৎসক ডা. জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ছাত্র জনতা ব্যানারে এ মানববন্ধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, স্থপতি ইয়াকুব খান, ভুক্তভোগী খোকন হাওলাদার, ছাত্র প্রতিনিধি আল ইমরান, মাশরাফি কামাল শাফি প্রমূখ।
বক্তারা বলেন, ১৪ বছর ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিনত করেছেন। একাধিক ল্যাব, জমি জায়গা, বাগান বাড়ি করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগী কে দুই ধরনের জখমী সনদ দেওয়া হয়, যাতে অপরাধীরা খালাস পায়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। সবশেষ পদোন্নতি দিয়ে একই হাসপাতালে অতি সম্প্রতি কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, আগামি ২৪ ঘন্টার মধ্যে জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন। মানববন্ধন, সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এর আগে গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেয়া ডা. জেএইচ খান লেলিনের একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়। যাতে লেখা ছিল, ‘দে দে মরন কামড় দে। আর দেরি করিস না। অস্তিত্বে বাংলাদেশ শেখ হাসিনা।’ এতে ফ্যাসিবাদের দোসর হিসেবে তাকে চিহ্নিত করে তার বিচার দাবি করে মন্তব্য করেছেন অনেকেই।
এ বিষয়ে ডা. জে এইচ খান লেলিন বলেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। ছাত্র আন্দোলন বিরোধী কোন পোস্ট ফেসবুকে তিনি দেননি। তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।

Discussion about this post