জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারা এসএসসি ব্যাচ ৯২ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) ষোল দাগ মাধ্যমিক বিদ্যালয় পঞ্চম সকাল ৯টা থেকে উক্ত ক্যাম্প বিকেল চারটা পর্যন্ত চলে।
ব্যাচ ৯২ স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি শিশু বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি, বাহিরচর ইউনিয়ন কল্যান ফাউন্ডেশন ঢাকার মহাসচিব ও জাতীয় সাংবাদিক সংস্থা ভেড়ামারা শাখার সভাপতি প্রকৌশলী আশরাফুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং রোগীদের বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। রোগীরা বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ডাঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের এসএসসি ৯২ ব্যাচের উদ্যোগে পঞ্চম বারের মতো হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Discussion about this post