নিজস্ব প্রতিবেদক
ইংলিশ ভার্ষনে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে। এই বিদ্যাপিঠ থেকে বিজ্ঞান বিভাগে ৫০ জন ক্যাডেট পরীক্ষায় অংশ গ্রহন করে ৪৮ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। গর্বিত ফলাফলে উৎপুল্ল ক্যাডেট, তাদের অভিভাবক এবং মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষক-কর্মচারী। কলেজের সুযোগ্য অধ্যক্ষ গ্রুপ ক্যাপটেন মো. নুর-ই ইসলাম এএফডব্লিউিসি, পিএসসি, এটিসি ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, ক্যাডেটদের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে কলেজ কর্তৃপক্ষ বদ্ধ পরিকর।
আজ বৃহস্পতিবার মির্জাপুর ক্যাডেট কলেজের ভাইস প্রিন্সিপাল মো. সাইফুল ইসলাম, এ্যাডজুটেন্ট মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আলাউদ্দিন সাত্তাহসহ শিক্ষকগন বলেন, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৫ সালে অত্যান্ত মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। আদর্শ ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি,ক্রীড়া, সাংস্কৃতিক অংগনসহ সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলা হয়। জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর বহন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজের ক্যাডেটগন। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে ৫০ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় াংশ নিয়ে ৪৮ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। পামেল হার শতভাগ।
জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটরা হচ্ছে তাজুল, রাবায়েত,বেনজির, রাকিব, আল নাহিন, ইসলাম, ফারহান, ফায়জামান, আলী হাসান, পারভেজ, সাকিব, ওয়াসি, পিয়াস, রাব্বানি, হাসিবুল, মাহির, আবরার, আবু, তানজিমুল, ফারহান, হোসাইন, সোহানুর, আহমুদুল, ফাহিম, মোকতাধির, লাবিব, সিফাউর, মিকদাম, জুবায়ের, মিনহাজুর, মাইনুল, আরিয়ান, আব্দুল্লাহ, সাকিব, ফাহাদ, তারিকুল, বায়জিদ, নাইম, সাদিত, মানোয়ার, সাইক, মুসফিক, রাশিদ, ইয়ামিন, আল ফাহিম, আশিকুর, সাদিত, মুহাম্মদ এবং এ গ্রেড প্রাপ্ত মাহির ও জামিল।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নু-ই ইসলাম এএফডব্লিউিসি, পিএসসি, এটিসি বলেন, আগামীতে যাতে কলেজের পলাফল আরও ভাল হয় সে জন্য ক্যাডেট কলেজ পরিচারণা পরিষদ, অভিভাবক, ক্যিাডেটসহ শিখ্ষকদের সার্বিক সহযোগিতা কমানা করেছেন।

Discussion about this post