ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়, অতীতেও ছাত্রদল-শিবিরের হাতে অস্ত্রের ঝনঝনানি দেখেছি।
এছাড়াও সর্বশেষ ছাত্রলীগ বিগত ১৬ বছরে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে।’ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মশাল মিছিল শেষে সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের সভাপতি মাহমুদুল হাসান।
তিনি আরও বলেন, ‘কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাহায্যে জানতে পেরেছি ছাত্রদল এই হামলা চালিয়েছে।
এছাড়া আরো দেখেছি স্থানীয় যুবদলকে হামলার অংশীদার হিসেবে মনে করা হচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ক্যাম্পাসে আর অপরাজনীতি দেখতে চাই না। আমরা কুয়েটে হামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসতে জোর দাবি জানাচ্ছি।”
এসময় তারা ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসনের জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেয়।

Discussion about this post