কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭ কেজি গাঁজাসহ আলামিন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আলামিন পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার সোহাগধর গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে।
কোটালীপাড়া থানার এসআই মো. আল আমিন বলেন, কাচারীভিটা বাজারে খালেক হাওলাদারের চায়ের দোকানের পাশে এক মাদক বিক্রেতা মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে আমরা ৭ কেজি গাঁজাসহ আলামিনকে গ্রেফতার করি।
এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আলামিনকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post