কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া এনএস রোড দোকান মালিক সমিতির নেতা কাজল মাজমাদারের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া এনএস রোড দোকান মালিক সমিতি।
আজ বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এনএস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেজবাহুর রহমান, উপদেষ্টা, এনএস রোড দোকান মালিক সমিতি, মকবুল হোসেন, সাধারণ সম্পাদক, এনএস রোড দোকান মালিক সমিতিসহ এনএস রোডের ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে এনএস রোড দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন দেশে ক্রান্তিকালে কাজল মাজমাদার সব সময় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। ব্যবসায়ীদের বিপদ-আপদে তিনি সকলকে আগলে রেখেছেন। ৫ই আগস্টের পরে যখন এনএস রোডের দোকানপাট বন্ধ ছিল তখন সকল ব্যবসায়ী নিরাপত্তার বিষয় নিশ্চিত করে তার নেতৃত্বেই পুনরায় ব্যবসা শুরু করে এনএস রোডের ব্যবসায়ীরা। তাই এমন একজন নেতার বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশ করার নেপথ্যে রয়েছে কোন কিছু কুচক্রী মহল।
মানববন্ধনে অন্যান্য বক্তারা কাজল মাজমাদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশে প্রতিবাদের পাশাপাশি ও দ্রুত সময়ের মধ্যে সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ ছাপানোর কথা জানান।

Discussion about this post