কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুই বিএনপি নেতার নামে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) বেলা ২টার দিকে পিয়ারপুর ইউনিয়নের শেরপুর বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিবর রহমান বলেন, আমি একজন ব্যবসায়ী। এরপরে আমি রাজনীতির সাথেও সম্পৃক্ত আছি। গতকাল সোমবার রাতে হঠাৎ করে আমরা একটা নিউজ দেখলাম আমার বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে একটি অপ্রীতিকর ঘটনা তারা (প্রতিপক্ষ) ঘটায়। আমার ধারণা তাদের পকেটেই ছিল এই পিস্তল বা গুলি যেটায় হোক। ওতেই লাগে এবং তারা সেখান থেকে হাসপাতালে গিয়ে অপপ্রচার চালায় যে আজিবার এবং জহুরুল চেয়ারম্যানের নেতৃত্বে এখানে গুলি করা হয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এই নেতা বলেন, এই ঘটনার পুরোটা প্রশাসনকে খতিয়ে দেখার জন্য এবং সুষ্ঠু তদন্ত করে এর সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটন করা প্রয়োজন। এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি। এবং এই ন্যককারজনক কাজের আমি তীব্র প্রতিবাদ জানাই।
স্থানীয় পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস বলেন, গতকাল সোমবার রাতে রতনকে যে গুলি করার ঘটনা ঘটেছে আমরা মিডিয়া থেকে এটা দেখেছি। তারা অপপ্রচার চালাচ্ছে যে আজিবার এবং জহুরুলের বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে পারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই বলছি ঘটনা উদঘাটন করতে। তারা নিজের গুলিতে পায়ে লেগে আহত হয়েছে। নিজের পিস্তলে সে নিজেই আহত হয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং গোপন সূত্রে তাদের লোক বলছেন যে তাদের পিস্তলে তারা আহত হয়েছে। এটা কোন সন্ত্রাসী বা কোন বহিরাগত সন্ত্রাসী কেউ গুলি করেনি। এবং ওদের গুলিতে ওরা নিজেই আহত হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১০মার্চ) রাত পৌনে ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুরে ইফতার শেষে ফেরার পথে রতন আলী মন্ডল (৪৮) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করে পালায় দুর্বৃত্তরা। উপজেলার চিথলিয়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এরপর আহত রতন আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রতন দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।
স্থানীয় শেরপুর গ্রামের মেম্বার পাঞ্জু মালিথা জানান, ইফতার শেষে রতন আলীসহ দুজন মোটরসাইকেলে ফেরার পথে দুর্বৃত্তরা রতনের বাম পায়ে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিবর রহমান এবং পিয়ারপুর ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা।
এর প্রেক্ষিতে মঙ্গলবার (১১মার্চ) বেলা ২টার দিকে পিয়ারপুর ইউনিয়নের শেরপুর বাজারে এজ সংবাদ সম্মেলনে এই অভিযোগ নাকোচ করেন স্থানীয় পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিবর রহমান ও পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস।

Discussion about this post