মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে পৌর বিএনপি’র সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নওপাড়ায় বিএনপি নেতা আজাদের নিজস্ব অফিসে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন পৌর বিএনপি’র সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সাংবাদি নাঈম খন্দকার, আব্দুল আওয়াল, যুবনেতা মানিক, সাবেক উপজেলা ছাত্রনেতা আতাউল হক চঞ্চল প্রমুখ। ইফতার মাহফিল পূর্ব দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Discussion about this post