গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিস গেটে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান, অফিস সহকারী কাম-কম্পিউটার হুমায়ুন কবির, ডাটা এন্টি অপারেটর আব্দুল্লাহ আল-মামুন, তারিকুজ্জামান, স্কানিং অপারেটর সোহেল আহম্মেদ, অফিস সহায়ক মুকুল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা বলেন, জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। আমরা আমাদের কার্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ রেখে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছি। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তবে আমরা পরবর্তীতে কেন্দ্রের ঘোষিত কর্মসূচি পালন করবো।

Discussion about this post