নিন্দা জানিয়ে জেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক হামলা ও মারপিটে আহত হয়েছেন। এসময় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু ও জনকন্ঠের সাংবাদিক এম এ রকিব তারিককে রক্ষায় এগিয়ে আসলে তারাও দুর্বৃত্তদের হাতে লাঞ্চিত হন।
গত বৃহষ্পতিবার ছেওড়িয়ায় লালন অডিটরিয়ামে লালন স্মরনোৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিক নামধারী দুর্বৃত্তরা ন্যাক্কারজনক এই হামলা চালিয়েছে। হামলা ঘটনার সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটলেও তারা নির্লিপ্ত ছিলেন। ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রক্যক্ষদর্শীরা জানায়, লালন স্মরণোৎসব অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভপতি তারিকুল হক তারিককে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তারিকের নাম ঘোষনা করা হয়। এতে আপত্তি জানিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের কতিপয় সাংবাদিক বিশৃংখলা সৃষ্টি করেন। এসময় জেলা প্রশাসক তাদের নিবৃত্ত করেন।
আলোচনা সভা শেষে মঞ্চ থেকে নীচে নেমে আসার পর সাংবাদিক সাগর ও তার সহযোগীরা অতর্কিত আক্রমন করে তারিককে আহত করে।
তারিককে উদ্ধারে এগিয়ে আসে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহসভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু ও জনকন্ঠের জেলা প্রতিনিধি এমএ রকিব। হামলাকারীরা তাদেরকেও শারীরিক ভাবে লাঞ্চিত করে। এরপর পুলিশ এসে সাংবাদিক তারিককে উদ্ধার করে।
এই হামলা ঘটনায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সহসভাপতি ও বাংলা ভিশন প্রতিনিধি হাসান আলী, সাধারণ সম্পাদক মজিবুল শেখ, যুগ্ম সম্পাদক নজরুল মুকুল, নির্বাহী সদস্য শামসুল আলম স্বপন, কোষাধক্ষ এনামুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম, হাদয়ার আলী, আসলাম আলী ও সোহেল রানা প্রমুখ। বক্তারা বলেন, হামলাকারী সাগর ও তার সহযোগীরা আওয়ামী লীগ নেতা হানিফ-আতার দোসর।
সাংবাদিক নেতারা ন্যাক্কার জনক এই হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। পরে শুক্রবার এবিষয়ে তিন সাংবাদিক কুমারখালী থানায় পৃথক জিডি করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//

Discussion about this post