গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মনিরা আক্তার (১২) নামের সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার রাত নয়টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মনিরা ওই এলাকার সবুজ মোল্লার মেয়ে। সে নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা- বাবা পার্শ্ববর্তী গ্রামের নানা বাড়িতে যায়। পরে বিকালে এক প্রতিবেশি নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, এটি হত্যা, না আত্মহত্যা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তদন্ত চলছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

Discussion about this post