জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
১৭ই মার্চ সোমবার সকাল ১১টায় ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এ সময় কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার আবু রায়হান, আনছার ভিডিপি প্রশিক্ষক আবদুল্লাহ, সহকারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগী কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ১২০০ জন কৃষককে ১কেজি তিল বীজ, ১০কেজি ডিএপি, ৫কেজি করে এমওপি সার এবং ৫০জন কৃষককে ৫ কেজি মুগ বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।

Discussion about this post