রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম প্রতিনিধিদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় শহরের পাশা ট্রেনিং সেন্টার মিলনায়তনে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন।
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. নাবিল জলবায়ু পরিভাষা ও বাংলাদেশে বিদ্যমান জলবায়ু নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
আলোচনায় অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা দলীয় আলোচনার মাধ্যমে জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যমের করণীয় বিষয়গুলো চিহ্নিত করেন।

Discussion about this post