পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাট জেলার পাটগ্রাম বুড়িমারী রেলস্টেশন হতে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ পাটগ্রাম উপজেলা শাখা।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে পাটগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিন দফা সুপারিশসহ লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মো. আনিসুল ইসলাম। বুড়িমারী থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় চলমান আন্দোলনে সংহতি জানিয়ে জনদূর্ভোগ রোধে সকল দাবি পূরণ করতে রেল কর্তৃপক্ষকে জানানো হয়।
তিন দফা সুপারিশে উল্লেখ করা হয় ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবভত্তিক কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আন্দোলনরত রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ ও জনসমক্ষে প্রকাশ এবং প্রদর্শণ করা।’ ‘শ্যাটল ট্রেনের মাধ্যমে নয়, অতি দ্রুত বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুটি সরাসরি বুড়িমারী- ঢাকা চলাচলের ব্যবস্থা করা।’ রেল পরিবহনে মান্ধাতার আমলের লক্কর-ঝক্কর ইঞ্জিন ও বগি পরিবর্তন করে নতুন ও অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ব্যবস্থাপনায় আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার কথা বলা হয়।’
‘বুড়িমারী-ঢাকা আন্তনগর রেল বাস্তবায়ন আন্দোলন পরিষদ’- এর একটি প্রতিনিধি দল হাতীবান্ধা- পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম রাজুর নের্তৃত্বে গত ২৪ এপ্রিল রেল সচিবের নিকট স্মারকলিপি প্রদান এবং স্মারকলিপির কপি রেল উপদেষ্টা, রেলওয়ের মহাপরিচালক, রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক ও লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে দেয়া হয়েছে বলে জানানো হয়। উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে পাটগ্রাম বুড়িমারী রেলওয়ে রুটে হতে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রী সাধারণ চরম দূর্ভোগ পোহাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক জেলা জামায়াতের আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা শোয়াইব আহম্মেদ, সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর জামায়াতের আমির সোহেল রানা, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের সভাপতি মাসুদ আলম প্রমুখ।

Discussion about this post