কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন শেষে কুমারখালী টু পান্টি সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।
পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
চলতি মাসের ১২ তারিখে মোবাইল ফোন কিনে দেওয়া ও উপবৃত্তির কথা বলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রন্থাগারে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন। পরবর্তীতে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে শিক্ষার্থীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না হওয়ায় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধের বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

Discussion about this post