করোনার কারণে মহা বিপাকে শ্রমিক শ্রেণির মানুষ। তাদের অসহায়ত্বের কথা ভেবে বসুন্ধরা গ্রুপ ত্রাণ সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের কর্মীরা এসব ত্রাণ অসহায় মানুষের হাতে পৌঁছে দিচ্ছে।
ত্রাণ দিতে গিয়ে নানা অভিজ্ঞতায় পূর্ণ হচ্ছে কর্মীদের জ্ঞান ভান্ডার। একজন ত্রাণ কর্মী তার অভিজ্ঞতার বর্ননা দিয়ে বললেন, লাঠিতে ভর দিয়ে হাঁটেন ৯০ পেরোনো দিপজান বেগম। বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তায় পেয়েছেন, ভারি একটা বস্তা। কিন্তু ওটা বহনের শক্তিটুকুও নেই তার। বৃদ্ধার দিকে হঠাৎ চোখ পড়ল শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের। এগিয়ে গেলেন তিনি। বস্তাটা এক হাতে আর অন্যহাতে দিপজানকে ধরে সামনে এগোতে থাকেন রিকশার খোঁজে। কিন্তু দিপজানের বাড়ি যাওয়ায় রাস্তা এতটাই খারাপ যে কোনো চালক যেতে রাজি হলেন না। বস্তাটা টেনে বাড়ি যাওয়া সম্ভব নয় বৃদ্ধার পক্ষে। তাকে তো ছেড়েও দেয়া যায় না। অগত্যা জাকারিয়া হাঁটতেই থাকলেন। এক হাতে ১৬ কেজি ওজনের বস্তা আরেক হাতে বৃদ্ধাকে ধরে পাড়ি দিলেন এক কিলোমিটার পথ। অবশেষে দিপজানের বাড়ি পৌঁছলেন। তারপর একটা চমক অপেক্ষা করছিল জাকারিয়ার জন্যে।
হাত ছেড়ে বৃদ্ধাকে বস্তাটা বুঝিয়ে দিতেই দিপজান তার খুতি (টাকা রাখার থলে) থেকে ২০ টাকা বের করে শুভসংঘ পরিচালকের হাতে ধরিয়ে দেন। মাথায় হাত বুলিয়ে কানে মুখ নিয়ে বললেন, ‘বাবা ২০টা টেকা দেই, তুমি চা-বিস্কুট খাইয়ো। আমার বেটাপুত্র নাই। তুমি অনেক কষ্ট করে আমাকে এতদূর নিয়া আইছো। তোমার জন্য দোয়া করি বাবা। আল্লায় তোমাগো শান্তিতে রাখুক।’
গতকাল গাইবান্ধা জেলায় আরো ১৫০০ অসহায় ও অতিদরিদ্রদের মাঝে বসুন্ধরার ত্রাণ সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এদিন সকালে সদর উপজেলার কামারজানী ইউনিয়নে ৩০০, সাদুল্যাপুর উপজেলায় ৩০০, সাঘাটা উপজেলায় ৩০০ এবং গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০০ জনকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।
এসময় কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, আমরা উত্তরবঙ্গের ছয়টি জেলায় ত্রাণসহায়তা দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, প্রধান শিক্ষক মো. সবুজ মিয়া, কামারজানীর বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদ।
সাদুল্যাপুরে ত্রাণ দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহরিয়ার খান বিপ্লব।
এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবী নেওয়াজ শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, সাদুল্লাপুর উপজেলা শুভসংঘের সভাপতি মোরসালিন রহমান মুন্না, সাধারণ সম্পাদক শ্রাবণ সাহাসহ অন্যান্যদের মধ্যে রওশন আলম, জয় সরকার, সজীব সরকার, মোরশেদ আলম, বাধন সাহা, সাব্বির হোসেন, সিজ্জাত হাসান, শফিকুল ইসলাম, সুমন মিয়া, ওমর ফারুক, মেহেদি হাসান, এনামুল হক, আবদুর রহমান প্রমুখ।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post