মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে ফের সংঘটিত হলো দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জুগিন্দা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, রাতের আঁধারে ১২ থেকে ১৪ জনের একটি ডাকাতদল অস্ত্র ও ককটেল বোমা নিয়ে মাঠে অবস্থান করছিল। আমরা সেখানে পৌঁছানোর পর তারা চোখে লেজার লাইট মেরে আমাদের গতিরোধ করে এবং ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মারধর করে এবং নগদ প্রায় ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ডাকাতদের হামলার শিকার ব্যক্তিরা হলেন-উপজেলার আজান গ্রামের মৃত ফজিল মণ্ডলের ছেলে লিয়াকত আলী, ফজলু মণ্ডলের ছেলে কালু মণ্ডল, আব্দুর রশিদের ছেলে রতন এবং জুগিন্দা গ্রামের এনামুল হকসহ তার দুই বন্ধু।
উল্লেখ্য, কয়েকদিন আগেও গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটে। পরপর দুটি ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এবি//দৈনিক দেশতথ্য //

Discussion about this post