কুমারখালী প্রতিনিধি
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক ও প্রখ্যাত বাউল সাধক কাঙাল হরিনাথ মজুমদারের ১৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুলাই) বিকেলে কুমারখালীর সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জনাব তন্ময় সাহা জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ-সভাপতি জাকের আলী শুভ এবং কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর গীতা রানী মজুমদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের রেপ্লিকা ম্যানুফ্যাকচার ও ইনচার্জ জনাব তাপস কুমার মন্ডল।
অনুষ্ঠানের শুরুতে কাঙাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Discussion about this post