দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া এবং কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা গতকাল সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল। মডারেটরের দায়িত্ব পালন করেন কবি ও গবেষক ইমাম মেহেদী। বিচারকের দায়িত্ব পালন করেন কুষ্টিয়া সরকারি গার্লস কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর অজয় কুমার মৈত্র, নাট্যজন শাহীন সরকার ও কুষ্টিয়া সরকারি গার্লস কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ আশরাফ আলী। বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আক্তার। এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ মোঃ আবু আকরাম, কাজী এমদাদুল বাশার রিপন, মোঃ ওবাইদুর রহমান, পারভীন আক্তার মিলি, মোঃ শহিদুল ইসলাম সুমন প্রমুখ।
প্রথম রাউন্ডে ৮টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের বিতর্কের বিষয়বস্তু ছিল ‘তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’। দ্বিতীয় রাউন্ডে ৪টি দল অংশগ্রহণ করে। দ্বিতীয় রাউন্ডের বিতর্কের বিষয়বস্তু ছিল ‘সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটনে আইনের শাসনের বিকল্প নেই’। কুষ্টিয়া জিলা স্কুল ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (সোমবার) সকাল ১০টায় মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

Discussion about this post