কুষ্টিয়া প্রতিনিধি: দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সাবেক ও প্রয়াত প্রধান শিক্ষক আজীবন বৈপ্লবিক রাজনৈতিক আদর্শ লালিত সাইফুল আজম’র ৫ম প্রয়ান দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে হাটশ হরিপুর বাজারস্থ কবি আজিজুর রহমানের মাজার চত্বরে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি এমএ কাইয়ুম, দি ওল্ড কুস্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, প্রয়াত কমরেড সাইফুলের সহকর্মী বজলার রহমান, ট্রেড ইউনিয়নের সদস্য সেলিম উদ্দিন, বাংলাদেশ লেখক শিবির কুষ্টিয়ার সাংস্কৃতিক সম্পাদক এসএম রুশদী, গণমাধ্যম কর্মী হাসান আলী, লেখক শিবির কুমারখালীর সভাপতি আমিরুল ইসলাম, লেখক শিবিরের সভাপতি আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রিয় সদস্য সজিব রায়। সভা পরিচালনা করেন শাওন আহমেদ।
এসময় বক্তরা বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের গুন্ডাদের অব্যহত নিপীঢ়ন নির্যাতন ও নিষ্পেষনে অকাল প্রয়াত কমরেড সাইফুল আজম ছিলেন একজন আপাদমস্তক বিপ্লবী রাজনীতির ধারক বাহক। তিনি দেশ মাটি ও মানুষের প্রতি দায়বোধ থেকে রাজনীতি করেছেন। একদিকে তিনি তার পেশাদারিত্বের দায়িত্ব থেকে জাতি গড়ার কারিগর হিসেবে অকুণ্ঠচিত্তে অবিচল ছিলেন; অন্যদিকে মানব মুক্তির পথ দেখাতে আজীবন বিপ্লবী রাজনীতির লাল ঝান্ড তুলে ধরে সংগ্রামের পথ দেখিয়ে গেছেন।

Discussion about this post