রফিকুল্লাহ্ কালবী, কুষ্টিয়া
কুষ্টিয়াতে নবগঠিত তারুণ্য নির্ভর রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’- এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান রিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান মারুফ তালহা। জেলা সদস্য সচিব তায়েফ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শোয়েব রাইয়ান।
উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান।
সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পরিচিতি সভা শুরু হয়ে একটানা পৌনে একটা পর্যন্ত চলে। কুষ্টিয়া সদরসহ অন্যান্য উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের পদভারে সভাস্থল টইটম্বুর হয়ে ওঠে। প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল মাসুম। আরও বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি আব্দুর রহমান, সাইফুল্লাহ খালিদ, সৈকত প্রমুখ। বক্তাগণ ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান। উপস্থিত জুলাই বিপ্লবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভাস্থল ছিলো প্রাণবন্ত ও সরগরম। সংগঠন পরিচালনার সুবিধার্থে অর্থ সেল, মিডিয়া সেলসহ আরও কয়েকটি সেল গঠন করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ এসব সেল গঠন ও দায়িত্ব বন্টন করা হয়।
১০৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটির প্রত্যেক সদস্য মঞ্চে উঠে তাদের সংক্ষিপ্ত পরিচিতি ও দলকে এগিয়ে নেয়ার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বর্ণনা করেন। এসময় ব্যাপক করতালির মধ্য দিয়ে নবগঠিত সংগঠকদের বরণ করে নেয়া হয়। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় আবার যদি বিপ্লবের ডাক আসে তাহলে ‘আপ বাংলাদেশ’ সবার সামনে থাকবে- এই প্রত্যয় ব্যক্ত করে সভা শেষ হয়।

Discussion about this post