হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):”অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে ।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়।
পরে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাক আহম্মদ,সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক আব্দুল আলীম সাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্য চাষীরা উপস্হিত ছিলেন।অনুষ্ঠান শেষে মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় উপজেলার ৩জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মননা প্রদান করা হয়।

Discussion about this post