জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ই আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে জাতীয় মৎস্য সরকার উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই উপলক্ষে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মারজিয়া খানম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলী। পরে উপজেলা কম্পাউন্ডে গ্রাউন্ডের পুকুরে মাছ অবমুক্ত করেন।

Discussion about this post