নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদক ও কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত সকল জিনিসপত্র মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। অভিযানে ৪ হাজার কেজি কারেন্ট জাল, ভারতীয় ৯০ বোতল মদ এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ও জালের মোট মূল্য ১ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা হাইওয়েতে একটি যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে সিরাজগঞ্জ থেকে বেনাপোলগামী রয়েল এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরদিন ২৬ আগস্ট সকাল ৬টার দিকে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯০ বোতল মদ উদ্ধার করে বিজিবি। যার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
একই দিন সকাল ১০টায় গাংনী উপজেলার রংমহল সীমান্তের খাসমহল মাঠ এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য ৭ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, তিনটি অভিযানে জব্দকৃত অবৈধ মালালের মোট মূল্য ১ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা। কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে এবং মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়নের স্টোরে সংরক্ষিত রাখা হয়েছে ধ্বংসের প্রক্রিয়ার জন্য।
এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ বলেন, “সীমান্তে মাদক পাচার, অবৈধ জাল সরবরাহসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

Discussion about this post