গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুব সমাজের পক্ষ থেকে এবার ৭ দিনের আল্টিমেটাম দিয়ে ৮ দফা দাবি মানা না হলে ব্লকেড কর্মসূচি ঘোষণা করার কথা জানালেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৪ গনঅভ্যুত্থানের পরবর্তী মাসে অর্থাৎ ২৪ সালের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ আমরা প্রথম পায়রা তাপবিদ্যুৎ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত বেকার যুব সমাজের ব্যানারে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রথমে মানববন্ধন, পরবর্তীতে সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেই। ৭২ ঘন্টার আল্টিমেটামের শেষ দিন তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে সেনাবাহিনীর উপস্থিততে দফায় দফায় মিটিং হয়। দুই দিনের মিটিং এর ফলাফল হিসেবে ৭০ শতাংশ দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু প্রায় এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার যুব সমাজের কোনো দাবি মেনে নেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের ৮ দফা দাবি সমূহ হচ্ছে, ১। দুর্নীতির সাথে জড়িত সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম ও প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মৌলাকে অপসারণ ও তদন্ত সাপেক্ষে গ্রেফতার করতে হবে। ২। ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে দ্রুত সময়ের মধ্যে অর্থ প্রদান করতে হবে। ৩। ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ৪। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে এবং স্বপ্নের ঠিকানার প্রত্যেক পরিবারের জীবনমানের উন্নয়নের ব্যবস্থা করতে হবে। ৫। বিদ্যুৎ খাতের মাফিয়াদের গৃহীত পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কোম্পানিগুলোর সকল চুক্তি বাতিল করতে হবে। ৬। সাবেক বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ সচিব ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের মাধ্যমে অবৈধ নিয়োগকৃত সকল কর্মকর্তাকে অপসারণ করতে হবে। ৭। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের চারপাশে প্রায় ৭০০-৮০০ একর আবাদি জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনাবাদি রয়েছে, অতি দ্রুত পানির নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ৮। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি ও দেশের সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুবকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম ও এডমিন (এইচ আর) শহীদ উল্লাহ ভূঁইয়া’র কাছে জানতে চাইলে তিনি প্রশ্ন গুলো তাকে লিখিত ভাবে পাঠাতে বলেন। যা দেখে তিনি পরবর্তীতে বক্তব্য দেবেন বলে জানান।

Discussion about this post