মসিয়ার রহমান কাজল,বেনাপোল:
শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে যশোরের শার্শা উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ্, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তপু কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা প্রমুখ।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। গ্রামীণ এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা পাবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

Discussion about this post