বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংকের আয়োজনে তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “ঢাকা ব্যাংক কর্তৃক আয়োজিত এই সেমিনারটি একটি সময়োপযোগী পদক্ষেপ। আজকের তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের ব্যাংকিং, বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে সচেতন হতে হবে।”
তিনি আরও জানান, এ আয়োজন শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ে তাত্ত্বিক জ্ঞান সমৃদ্ধ করতে সহায়ক হবে। পাশাপাশি তিনি ঢাকা ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এফভিপি ও রংপুর শাখার ম্যানেজার মঞ্জুর মোরশেদ এবং রিটেইল ব্যাংকিং ডিভিশনের এসএভিপি মোঃ সাইফুর রহমান।
সেমিনারে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

Discussion about this post