ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে ১০ম বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার সকাল ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোহেল খন্দকার সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ও প্রধান সম্পাদক, দৈনিক স্বর্ণযুগ, কুষ্টিয়া চেম্বারের পরিচালক পারভেজ মাজমাদার। আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজ সেবক ও ফুড ভ্যালির সত্ত্বাধিকারী আলহাজ্জ্ব খুরশীদ আলম জোয়ার্দ্দার, সাবেক ব্যাংকার আলাউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর এস.এম ওসমান গণি, কাজী রেজাউল হক, সাংবাদিক সাইফুদ্দিন আল আজাদ। সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আজিজুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন- মোঃ ইব্রাহিম খলিল, শাহেদুল হক শিমুল, শানজিদ রহমান সিয়াম ও ফাহিম আহমেদ অনিক। দুয়া ও মোনাজাত করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Discussion about this post