কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে বনলতা কম্পিউটার ইনস্টিটিউটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সার্টিফিকেট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে রজত জয়ন্তী পালন করা হয়।
বনলতা কম্পিউটার ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক শাহ আক্তার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যাপক রেজাউর রহমান রাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।৷
উল্লেখ্য, ২০০০ সালের ১৫ই সেপ্টেম্বর “চলার পথে আপনাকে এক ধাপে এগিয়ে দিতে…” শ্লোগানে স্থানীয় মিরপুর নতুন বাজারে বনলতা কম্পিউটার সেন্টারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১২ সালে এই প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলোজি, পাবনার রেজিষ্ট্রেশনভুক্ত হয়। এ ছাড়াও ২০১৫ সালের ১জানুয়ারী বাংলাদেশ কারিগরি বোর্ডের অনুমোদন পায় এই প্রতিষ্ঠানটি। বর্তমানে এই ট্রেনিং সেন্টারে দুটি ট্রেড চালু রয়েছে। প্রতিষ্ঠানটি গোড়ে ওঠার পর এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৭০০জন শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Discussion about this post