ইরফান উল্লাহ, ইবি : জুলাই আন্দোলনে প্রেরণা জোগানো স্লোগান নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিবির কর্মীদের ব্যঙ্গ করে ভিডিও বানানোর অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় বিশ্ববিদ্যালয়ের বটতলায় তারা এ কর্মসূচি পালন করে। এ সময় জড়িতদের হল থেকে বহিষ্কার দাবি জানান।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘ আবু সাইদ-ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘ জুলাই আগষ্টের বিপ্লবী স্লোগান নিয়ে মককারীদের শাস্তি চাই’, ‘ স্ফুলিঙ্গ থেকে দাবানল ‘, ‘ জুলাইয়ের অবমাননা মানি না মানব না’, ‘ আমরা দোষীদের শাস্তি চাই’, ‘ আবিদ ভাই আপনাকে আমরা ছেড়ে যাইনি’, ‘ বাকস্বাধীনতা চেয়েছি কিন্তু জুলাই অবমাননা চাইনি’ ইত্যাদি প্লাকার্ড দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, “যেই স্লোগান আমাদেরকে জুলাইয়ে অনুপ্রেরণা যুগিয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়ার সেই স্লোগানকে ব্যঙ্গ করা হয়েছে। এটা তো সেই স্লোগান যার অনুপ্রেরণাতে সেখানে একসাথে ৫জন শহিদ হয়েছিল। এমনকি সেদিন ছোট্ট শিশু আনাস শহিদ হয়েছিল। তাই এ ব্যঙ্গ আমরা কোনোভাবেই সহ্য করতে পারি না। জুলাই যোদ্ধাদের শানে কোনো ধরনের বেয়াদবি আমরা মানব না।
তারা আরও বলেন, “আমরা জেনেছি এগুলো করা হয়েছে ছাত্রশিবিরের কিছু জনশক্তি দ্বারা। আমরা বলতে চাই যেখানে আপনাদের কেন্দ্রীয় সভাপতি ডাকসু জয়ের পর বললো যে আমরা পরাজিতদের সম্মানে কোনো বিজয় মিছিল করব না সেখানে আপনারা ইবিতে থেকে এরকম মকারি করলেন। তাও এমন ব্যক্তিকে নিয়ে করলেন যিনি ছিলেন জুলাই যোদ্ধা। এমন স্লোগান কে নিয়ে করলেন যা আমাদেরকে জুলাইয়ে জীবন দিতে উজ্জীবিত করেছিল। তাহলে কী ব্যাপারটা এমন হয়ে গেলো না যে আপনারা আপনাদের সেন্ট্রাল কমান্ড মানেন না।”
পরিশেষে তারা বলেন, “জুলাই কিন্তু কারো একার না। এখানে সবাই অংশগ্রহণ করেছিল। আবিদ ভাইয়ের সেই স্লোগানের কারনেই কিন্তু সেদিন কেউ কাউকে আমরা ছেড়ে যাইনি। আর সে কারনেই আজ আমরা স্বাধীন হয়েছি, আজ আমরা কথা বলতে পারতেছি, আর আপনারা মব করতে পারতেছেন, মিমস্ বানাতে পারতেছেন। প্লিজ জুলাইকে ভুলে যাইয়েন না। মজা নিবেন নেন, কিন্তু যেটা আপনারে স্বাধীনতা এনে দিল সেটা নিয়ে প্লিজ মজা নিবেন না। মনে রাখবেন জুলাই এর প্রশ্নে কিন্তু আমরা কাউকে ছাড় দিব না।”

Discussion about this post