ঠাকুরগাঁও: লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
গতকাল রাতে এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, ফরিদা পারভীন নজরুলগীতি, দেশাত্মবোধক গানসহ নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালন সাঁইয়ের গান গেয়ে। তিনি আরো বলেন, লালন সংগীতসহ বাংলা লোকসংগীতকে দেশ-বিদেশে পরিচিত করতে ফরিদা পারভীনের অবদান অপরিসীম। তাঁর কণ্ঠে লালনের গান বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির গৌরব বৃদ্ধি করেছে। তাঁর মৃত্যুতে দেশ এক অনন্য সংগীতশিল্পীকে হারালো। উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফরিদা পারভীন গতকাল রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Discussion about this post