জাহিদ হাসান: কুষ্টিয়া আবৃত্তি পরিষদের উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডা ও একজন লেখক এর নির্বাচিত সাহিত্যের বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ছায়ানীড়ে গত (১৩ই সেপ্টেম্বর) শনিবার বিকেলে কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, গল্পকার কবি ও সংগঠক আসমান আলীর লেখা “পথে যেতে যেতে” গ্ৰন্থের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি, বিশিষ্ট লেখক সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলম আরা জুঁই এর সভাপতিত্বে বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী জমজমাট এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বিশিষ্ট কবি লেখক ও গবেষক অধ্যাপক হাশেম কিয়াম।
গল্পকার, কবি ও সংগঠক আসমান আলীর “পথে যেতে যেতে” বইয়ের উপরে আলোচনায় অংশগ্রহণ করেন, লেখক গবেষক এবং কথা সাহিত্যিক সোহেল আমিন বাবু, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক গবেষক এবং সাহিত্যিক মুন্সি সাঈদ, একই ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল্লাহ সাঈদ, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক গুণী আবৃত্তিকার আসাদুজ্জামান মান্না, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাহিন সরকার ও আসলাম আলী।
উক্ত বইয়ের উপরে আরো আলোচনা করেন, বিশিষ্ট কথা সাহিত্যিক হাসিনা রহমান হাসি, কবি ও সংগঠক জেসমিন হোসেন মিনি, কবি ও সাহিত্যিক এডভোকেট নাজমুন নাহার, কবি ও আবৃত্তিকার হেলেন মাহমুদা, কবি ও আবৃত্তিকার নাহিদা আক্তার, কবি ও আবৃত্তিকার মেহজাবিন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকেও সমায়াভাবে আলোচনা করতে পারেননি, ভেড়ামারা বি জে এম কলেজ শিক্ষক ও সাংবাদিক সাইফুল ইসলাম, কবি হোসনে আরা, বিশিষ্ট ব্যবসায়ী আসমান আলী সহ অনেকে।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, বিশিষ্ট কবি ও লেখক ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক কামরুন্নাহার শিরীন।

Discussion about this post