বড় কোন তারকা না থাকলেও চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই বিপিএলের অষ্টম আসর শুরু করবে সিলেট সানরাইজার্স। লক্ষ্য দল হয়ে খেলার। ফ্র্যাঞ্চাইজির জার্সি উন্মচন শেষে এমন প্রত্যয় ছিলো কোচ ও অধিনায়কের কণ্ঠে।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে দলের থিম সং ও জার্সি উন্মোচন করলো সিলেট সানরাইজার্স। সোনালী কালোর সংমিশ্রন ঠাই পেয়েছে সিলেটের জার্সিতে।
সিলেটের আইকন তাসকিন। অধিনায়ক হিসেবে ঘোষনা করা হয়েছে মোসাদ্দেকের নাম। বড় কোন তারকা না থাকলেও, রয়েছেন ঘরোয়া লিগের নিয়মিত পারফর্ম করা মিঠুন, এনামুল হকরা। সঙ্গী হয়েছেন বোপারা, কেশ্রিক উইলিয়ামস, কলিন ইনগ্রামের মত বিদেশিরা। লক্ষ্য দল হয়ে পারফর্ম করা।
বিপিএল নিয়ে লম্বা পরিকল্পনা সিলেট সানরাইজার্সের কর্নধার শেখ কুদরত-ই-ইবতিহাজ জয়ের।
২২জানুয়ারী মাঠের লাড়াইয়ে নামবে সিলেট। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post