ছাব্বির হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গার ফুলতলা বালু ঘাটে আদালত পরিচালনা করা হয়। পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কান্দাবাড়ি গ্রামের উম্মত আলীর ছেলে মো. আব্দুল ও কয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মিঠুন শেখ এবং রাজবাড়ী জেলার সদর উপজেলার মৃত জিলাল মন্ডলের ছেলে মো. মিজানুর রহমান।
আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রায়ডাঙা বালুঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন তিনজন। পরে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় প্রত্যেককে ৫০ হাজার করে তিনজনকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে তিনজনকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক দেশতথ্য//এল/

Discussion about this post