কুষ্টিয়ায় ডিপিএফে’র আন্তর্জাতিক নারী দিবস পালন
“আইনের কঠোর প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধিই পারে বাল্যবিবাহ রোধ করতে” প্রতিপাদ্যে কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা স্কুলের হল রুমে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম ডিপিএফে’র আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে কুষ্টিয়া জিলা স্কুল ও সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাহবুবা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আনসার হোসেন। পরে বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে দিবসটি পালনে কুষ্টিয়া জেলা প্রশাসন চত্বর হতে বর্নাঢ্য র্যালী বের হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরও বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নূরে সফুরা ফেরদৌস, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যাপক আব্দুল লতিফ, সরকারী মহিলা কলেজের ইংরেজিী বিভাগের অধ্যাপক অজয় মৈত্র, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহা: মোজাম্মেল হক, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নেসা সবুজ, ডিপিএফ সহসভাপতি হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন- ডিপিএফের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দেওয়ান আখতারুজ্জামান ও রত্মা বাগচী। এসময় বক্তারা বলেন, কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলেই যেমন বাল্য বিবাহ নিরোধ সম্ভব নয়; তেমনি নারীর প্রতি সহিংসতা রোধসহ সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নারী দিবসের অঙ্গীকার হোক পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সকল অর্জনই যেনো নারী পুরুষের অংশীদারিত্বের মাধ্যমে সমতার ভিত্তিতে হয়। খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ মার্চ ২০২৩