কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীগণ অবস্থান কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী স্বাস্থ্য সহকারীগণ এ কর্মসূচি পালন করেন।
এ সময় বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানসহ স্বাস্থ্য সহকারীগণ বক্তব্য রাখেন।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে ৬ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানায়।

Discussion about this post