নওগাঁ প্রতিনিধি :উত্তরের রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা নওগাঁ। নওগাঁ নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসাবে নিয়োগ পেয়েছেন মো.গোলাম মওলা। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।
১৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারী করা হয়। মো. গোলাম মওলার আগে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন খালিদ মেহেদী হাসান। নতুন জেলা প্রশাসক হিসেবে মো. গোলাম মওলাকে নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট ও অনলাইন অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা স্থানীয় সকল সাংবাদিক সংগঠন ও সুধীমহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে।
জেলা প্রশাসক পদে যোগদান করা নতুন জেলা প্রশাসক জেলাবাসীর সমন্বয়ের মাধ্যমে দেশের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত ইতিহাস আর ঐতিহ্যে পূর্ণ উত্তরের সীমান্তবর্তি জেলা বরেন্দ্র ভূমি নওগাঁকে সামনের দিকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা করছেন নওগাঁর সচেতন মহল।
দৈনিক দেশতথ্য///এস//
প্রিন্ট করুন
Discussion about this post