
জে.এম. রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে শততম ফ্রি অক্সিজেন সেবা প্রদান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত রাখলেন লায়ন ক্লাব অব ইয়ুথ চেম্বারের প্রেসিডেন্ট ও সিদ্ধিরগঞ্জ থানা তাতীলীগের সভাপতি লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ।
করোনা ভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্ব, থেমে গেছে অর্থনীতির চাকা। কর্মহীন হয়ে পড়েছিলো লাখ লাখ মানুষ। প্রতিটি জেলা উপজেলায় করোনা মহামারী দিন দিন বেড়েই চলছিলো,সেই সময় থেকেই ফ্রি অক্সিজেন সেবাসহ নগদ অর্থের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে মানবতার ফেরিওয়ালা বনে যান ইউসুফ আলী মাসুদ।
গত ২০শে জানুয়ারী ( বৃহস্পতিবার) ১০০তম ফ্রি অক্সিজেন সেবা প্রদান করে গনমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাতকারে তিনি জানান যে, আপনারা অনেকেই জানেন আমি অসহায়, দরিদ্র ও অসুস্থদের ফ্রি অক্সিজেন সেবা প্রদান করে আসছি, আজকে আমার শততম অক্সিজেন প্রদান সম্পন্ন হলো, জানি না কার জন্য কতটুকু কাজে লেগেছে। চেয়েছি মন থেকে পেরেছি কতটুকু, তা যারা ব্যাবহার করেছে তারাই ভালো জানে। তবে আমার এই কার্যক্রম চলমান থাকবে ইনশা-আল্লাহ।
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা, সুপারম্যান, সুপার হিরো নামেও বেশ পরিচিতি পেয়েছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
