হাটহাজারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্থানে সচেতনতা মুলক ক্যাম্পেইন ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ নভেম্বর)উপজেলার সরকারহাট বাজার এলাকায় গনি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চত্বরে সকালে এবং দুপুরে দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় চত্বরে এই ক্যাম্পেইনের আয়োজন করেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সরকারহাট বাজার সংলগ্ন গনি হাসপাতাল চত্বরে আয়োজিত সচেতনতা মুলক ক্যাম্পেইনে গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই কার্যক্রম প্রদর্শন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন গনি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ওসমান গনি। এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা নূরুল আবসার, ম্যানেজার মোঃ ইকবাল, সৈয়দ শাহেদুল আলম, ম্যানেজার মোহাম্মদ আলী। ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয়ে অগ্নিদূর্যোগের কার্যক্রম প্রদর্শন করা হয়। এই সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্হানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ১৫ নভেম্বর সারা দেশে” দুর্ঘটনা – দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। তারাই ধারাবাহিকতায় হাটহাজারী ফায়ার সার্ভিস জনসচেতনতা মুলক প্রচারনা, বিভিন্ন স্হানে জনসমাগম স্হলে অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করেন। শীত মৌসুমে অগ্নি দূর্ঘটন ঝুঁকি বেশী এজন্য জনগনকে সব সময় সচেতন থাকতে হবে বলে মহড়ায় উল্লেখ করা হয়।
বা// দৈনিক দেশতথ্য// ১৯ নভেম্বর//
